ইস্টবেঙ্গলকে হারানোর বিষয়ে আশাবাদী রয়

0
79

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে উঠেই ডার্বি যুদ্ধর জন্য তৈরী হচ্ছে এটিকে মোহনবাগান। আর কিবুর কেরালার বিরুদ্ধে জয়ের নায়ক রয় কৃষ্ণা কিন্তু আশাবাদী যে তারা ইস্টবেঙ্গলকে রুখতে পারবেন। ম্যাচের পারদিন শনিবার অনুশীলনে ছুটি ছিল। রবিবার থেকে ডার্বির জন্য অনুশীলন শুরু করবে টিম হাবাস।

Roy Krishna | newsfront.co

এটিকে মোহনবাগানের গোলমেশিন বললেন, রয় কৃষ্ণা বললেন, “আমি কলকাতা ডার্বির কথা অনেক শুনেছি। এই ম্যাচটা খেলার জন্য অপেক্ষা করছি।কোনও দিন এই ম্যাচ দেখিনি এবং খেলার সুযোগ হয়নি। গতবার একবার হাসপাতালে যাওয়ার সময় আমার গাড়ি জ্যাম জটে আটকে গিয়েছিল। তখন মনে হয়েছিল মাঠের বাইরে রাস্তায় যদি এত সমর্থক থাকে তাহলে মাঠের ভিতরে কী উত্তেজনা হয়!

কিন্তু করোনার কারণে এবার দর্শক আসা সম্ভব নয় কিন্তু অনেক দর্শক ডার্বির বাইরে থেকে গলা ফাটাবে আমাদের ম্যাচটা আমাদের সমর্থকদের জিতে উপহার দিতেই হবে। যে কোনও মূল্যে এই ম্যাচটা জিততে চাই দলের যা ফর্ম তাতে জিতব আশা রাখি । অনেকদিন পর কেরালাকে হারিয়েছি। এই জয় ডার্বিতে আমাদের আত্মবিশ্বাস দেবে।”

আরও পড়ুনঃ রঞ্জনের জেদেই শিল্ড জয়ের স্বপ্ন দেখছে জর্জ

সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশে রয় জানান, “এবার করোনা মহামারীর জন্য আপনারা মাঠে আসতে পারবেন না। মাঠের উন্মাদনা, উদ্দীপনা মিস করব। সবার কাছে আমার অনুরোধ বাইরে থেকে আমাদের দলের জন্য প্রার্থনা করুন। সমর্থন করুন। পাশে থাকুন। আপনারাই তো আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। আশা করছি আপনাদের নিরাশ করবো না । ”

আরও পড়ুনঃ ঈশ্বরনের পরে এবার আরও বাংলার তিন ক্রিকেটার করোনার কোপে

উদ্বোধনী ম্যাচে সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম গোল স্ত্রী নাজিয়াকে উৎসর্গ করলেন বাগানের তিনি। বিদেশী রয় কৃষ্ণা বলেন, “গোলটা আমি নাজিয়াকে উৎসর্গ করতে চাই। দীর্ঘ কোয়ারেন্টিনের সময় ও আমাকে উৎসাহ জুগিয়েছে। ফিজি থেকে নিয়মিত আমার সঙ্গে কথা বলেছে।” ইস্টবেঙ্গলকে নিয়ে তিনি জানান,”এখনও বলতে পারব না ওদের খেলা এখনও দেখি নি নতুন প্রতিপক্ষ আমরা শুধু নিজেদের নিয়ে ভাবছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here