প্লে-অফে নিজেদের স্থান নিশ্চিত করল মোহনবাগান

0
52

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

দুই ভারতীয় ফুটবলারের দাপটে মোহনবাগান অনায়াসে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে। রবিবাসরীয় আইএসএল লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে সুনীল ছেত্রীর ব্যাঙ্গালোর এফসিকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করলো কলকাতার এটিকে মোহনবাগান। রবিবার ফতরদা পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথম থেকে এলোমেলো ফুটবল খেলে দুই দল। তবে অনেকটা এগিয়ে ছিল বেঙ্গালুরু এফসি। এর মধ্যে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে মোহনবাগান। অপরদিকে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসকে ছাড়া মোহনবাগান মাঠে নামে। এই দিন মানবীর সিং ও লিস্টন কোলাসো এই দুই ভারতীয় ফুটবলারের দাপটে অনায়াসে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্সরা।

ATK Mohunbagan qualify for play off

গত দুই ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি মতো এদিনও পয়েন্টে  নষ্টের কথা যখন ভাবছিল মোহনবাগানের সমর্থকরা, ঠিক সেই সময় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের ত্রিশ গজের মধ্যে ফ্রি কিক পায় মোহনবাগান। মোহনবাগানের লিস্টন কোলাসোকে অবৈধভাবে বক্সের বাইরে ফাউল করে বেঙ্গালুরু এফসির রক্ষণভাগের খেলোয়াড়। লিস্টন কোলাসো ডান পায়ের অনবদ্য গোলে মোহনবাগানকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে প্রথম থেকে আরোও আক্রমনাত্মক হয়ে ওঠে মোহনবাগান।

একের পর এক আক্রমণ মোহনবাগানের মানবীর অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন। ম্যাচের ৫৭ মিনিটে কাউকের থ্রো পাস থেকে লিস্টন কোলাসো শর্ট পোস্টে লেগে ফিরে আসে। এমত অবস্থায় ব্যাঙ্গালোর এফসি একসঙ্গে চারটি পরিবর্তন করে জয়ের জন্য মরিয়া চেষ্টা করে। লিওন ও ক্লেটন বেঙ্গালুরুর হয়ে সহজ সুযোগ নষ্ট করেন। ৭৩ মিনিটের মাথায় শুভাশিস বক্সের মধ্যে গোল করে লিওন ফেলে দেন, ব্যাঙ্গালোর এফসি নিশ্চিত পেনাল্টি হাতছাড়া হয় রেফারির বদন্যতায়। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসির রবি কুমারের ভুল পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শটে অসাধারণ গোল করে করেন মানবীর সিং। এই জয়ের ফলে শেষ চারে যাওয়া নিশ্চিত করলো সবুজ মেরুন ব্রিগেড।

আরও পড়ুনঃ এবারের আইপিএলের আসর মাঠে গড়াবে আগামী ২৬ শে মার্চ

ভারতীয় ফুটবলের দাপট এদিনের ম্যাচে দেখার মতন ছিল লিস্টন কোলাসো, ৯ গোল করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এবং মানবীর সিং ৬ টি গোল করেন এই সিজিনে। মোহনবাগান ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় তৃতীয় স্থানে রইলো গোল পার্থক্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here