কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
নতুন কোচের হাত ধরে জয়ে ফিরল এটিকে মোহনবাগান।মঙ্গলবার গোয়ার বোম্বালিম এথেলাটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে দেয় এটিকে।অ্যান্টোনিও হাবাসের পদত্যাগের পর নতুন কোচ জুয়ান ফার্নান্দোকে জয় উপহার দিলো বাগান ফুটবলাররা। এদিনের ম্যাচে প্রথম থেকে আক্রমনাত্মক ফুটবল খেলে নর্থইস্ট ইউনাইটেড।
ম্যাচের শুরুতে মাত্র দু মিনিটের মাথায় সোহের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। নর্থইস্ট প্রথমার্ধে দাপটের সঙ্গে ফুটবল খেলে সেই তুলনায় এটিকে মোহনবাগান অনেকটা বিরক্তকর খেলে। কিন্তু বিরতির কয়েক মিনিট আগে ম্যাচের ফলাফল ১-১ করে দেয় লিস্টন কোলাসো। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিআক্রমণ থেকে হুগো বৌমৌস মোহনবাগানকে ২-১গোলে এগিয়ে দেয়। লিস্টন কোলাসোর নামে লেখা হতো তবে নর্থইস্ট ইউনাইটেড ডিফেন্ডাররা তাকে আটকে দেয় এবং হুগো বৌমৌস গোল করতে ভুল করেনি। এ সময় বেশ কয়েকটি আক্রমণ নর্থইস্ট করলেও তার গোলে রূপান্তর হয়নি।
'Difference-makers'! 💫#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #HeroISL #NEUFCATKMB pic.twitter.com/YIoZeFgIOp
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 21, 2021
আরও পড়ুনঃ কোহলি বিতর্কে অবশেষে মুখ খুললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী
৭৬ মিনিটের মাথায় আবার গোল করে বৌমৌস জনি কাউকে থ্রো বল থেকে ৩-১ করে দেন এবং মোহনবাগানের জয়ও নিশ্চিত করে দেয়। খেলার ৮৭ মিনিটে নর্থ ইস্ট -এর মাশুর শরীফ ব্যবধান কমান। এই জয়়ের ফলে এটিকে মোহনবাগান এগারো ম্যাচের সাত পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে উঠে এল লিগ তালিকা। ম্যাচের সেরা এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584