কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
এক ম্যাচ কম খেলে পয়েন্ট তালিকায় সমান সমান হায়দ্রাবাদ এফসি ও মোহনবাগান। যদিও গোল পার্থক্যে হায়দ্রাবাদ এফসি পয়েন্ট তালিকার শীর্ষে থেকে যায়। মঙ্গলবার আইএসএল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গোয়ার বোম্বলিম আন্তর্জাতিক অ্যাথলেটিক স্টেডিয়ামে স্থানীয় দল গোয়া এফসিকে ২-০ গোলে হারিয়ে দিলো এটিকে মোহনবাগান।
এদিনে খেলার শুরুতেই লিস্টোন কলাসো বাঁ পায়ে নেওয়া কর্নার কিক থেকে দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এটিকে মোহনবাগানের মণবীর সিং গোল খেয়ে বারবার আক্রমণে উঠে আসে। এ সময় গোয়ার আক্রমণ ভাগের খেলোয়াড়ের শর্ট ক্রসবারে লেগে ফিরে। প্রথমার্ধে ম্যাচ চলাকালীন হঠাৎ আলো নিভে যায় প্রায় আট মিনিট খেলা বন্ধ থাকে। এমত অবস্থায় আরো নিষ্প্রভ হয়ে যায় গোয়ার। আক্রমণ প্রতিআক্রমণ এর ম্যাচ চলতে থাকে মোহনবাগানের ডিফেন্ডার প্রীতম ও গোলরক্ষক অমৃন্দর সিং ছিল অনবদ্য। প্রথমার্ধে মোহনবাগান ১-০ গোলে এগিয়ে ছিল।
K.I.N.G.S 👑#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #FCGATKMB pic.twitter.com/TnXDFsMJdA
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 15, 2022
Nowhere to go when you are surrounded by these two! 👏#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #FCGATKMB pic.twitter.com/Bv595EX1FA
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 15, 2022
দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানের মণবীর সিং বিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষক ধীরাজকে ড্রিবলিং করে ফাঁকা গোলে বল জালে জড়িয়ে দেন। এদিনের ম্যাচের সহজতম সুযোগটি মণবীর সিং নষ্ট না করলে হ্যাটট্রিক করে মাঠ ছাড়তেন এই ভারতীয় এই ফরওয়ার্ড। এই ম্যাচ জয়ের ফলে লীগ তালিকা যুগ্মভাবে পয়েন্ট তালিকা প্রথম স্থানে থাকলেও গোল পার্থক্যে হায়দ্রাবাদ শীর্ষস্থান ধরে রাখলো।
আরও পড়ুনঃ “গ্র্যান্ড স্ল্যামে খেলতে না পারলেও, নেবো না ভ্যাকসিন”, বিবিসিকে বললেন নোভাক জোকোভিচ
মোহনবাগানের কোচ জোয়ান ফার্নন্দ এসএললিগ এর শুরুতে গোয়া এফসি দলের কোচ ছিলেন। অতএব দলের দুর্বলতা ও শক্তি সম্পর্কে অবগত ছিলেন সেই সুযোগকে কাজে লাগিয়ে এদিনে ম্যাচে একপ্রকার গোয়া এফসিকে উড়িয়ে দিল মোহনবাগান এবং সুপার ফোরে মোহনবাগানের জায়গা পাকা করলেন স্প্যানিশ কোচ জোয়ান ফার্নান্দো। এদিনের ম্যাচের সেরা মণবীর সিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584