ফিলিপিন্সের ক্যাথলিক চার্চে জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ২৭

0
101

ওয়েবডেস্কঃ

নিত্য দিনের মতো এদিনও প্রার্থনা ঘিরে জমজমাট ভিড় ছিল। ঐ চার্চে বরং সপ্তাহ শেষে আজ একটু বাড়তি ভিড় ছিল । চার্চে উপস্থিত সমস্ত মানুষ যখন সকালের প্রার্থনায় মনোনিবেশ করেছেন ঠিক তখনই আচমকা এক ভয়ংকর বিস্ফোরণ । হতচকিত হয়ে ভীতসন্ত্রস্ত মানুষ যখন প্রাণ বাঁচানোর আকুলতায় ব্যস্ত, ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই কয়েক মিনিটের মধ্যে আবারও দ্বিতীয় বিস্ফোরণ ।

ছবি সৌজন্যে-The Mirror

রবিবার এরকম এক অপ্রত্যাশিত ভয়ংকর সকালের সাক্ষী থাকল দক্ষিণ ফিলিপিন্সের জোলো দ্বীপের লেডি অফ মাউন্ট কারমেল ক্যাথলিক ক্যাথিড্রাল । সূত্রের খবর প্রথম বিস্ফোরণটি ঘটে ক্যাথলিক ক্যাথিড্রালের  ভিতর এবং তার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে কাছাকাছি একটি সরকারি আবাসনে। মৃতের সংখ্যা নিয়ে কিছু কনফিউশন থাকলেও স্কাই, বিবিসি ও বেশ কিছু সংবাদ মাধ্যম মারফত জানা গেছে যে  এখন পর্যন্ত প্রায় ২৭ জন নিহত । আহত অন্তত আরো ৭১ জন । মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । সরকারি বাহিনীর তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় ৭১ জন চিকিৎসাধীন। যার মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

হাসপাতালে চলছে চিকিৎসা

ফিলিপিন্সে এই প্রথম নয় । এর আগেও একাধিকবার ফিলিপিন্সে এরকম অশান্তি হয়েছে । ফিলিপিন্সের একটি ছোট্ট দ্বীপ জোলো । তবে ঘটনার দায় কার তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। পুরো এলাকাজুড়ে চলছে পুলিশের টহলদারি ।ফিলিপিন্সের প্রতিরক্ষাসচিব ডেলফিন লোরেনজাঞ্ঝা সমস্ত ধর্মের প্রার্থনা স্থানগুলি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দিয়েছেন পুলিশকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here