নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর রাজ্য বাসীর কাছে নাটকের শহর নামে পরিচিত। ইতিমধ্যেই এই শহরের বিভিন্ন শর্টফিল্ম নির্মাতারা শর্টফিল্ম তৈরীতে হাত পাকিয়েছেন।
পাশাপাশি এই শহরের দর্শকও খুব পরিমার্জিত। তাই এই সমস্ত কিছু মাথায় রেখে এবার প্রথমবারের মত আত্রেয়ী ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করল ট্রিপভিল ফিল্মিডিয়া নামে একটি সংস্থা।
এই ফিল্ম ফেস্টিভ্যালটি আয়োজিত হয় বালুরঘাটের নাট্যাতীর্থ মন্মথ মঞ্চে। দুই দিনের এই ফিল্ম ফেস্টিভ্যালটিতে অহনা,তমশা,শাখা সহ ৯টি দেশি-বিদেশি ছায়াছবি প্রদর্শিত হবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ফুলের শহর পরিদর্শনে পাঁশকুড়ার চেয়ারম্যান, কথা বললেন পর্যটকদের সঙ্গে
দীর্ঘ কয়েকমাস যাবৎ করোনা অতিমারীর কারণে বিভিন্ন ছবি, নাটক থেকে শুরু করে বিনোদন মূলক সবকিছুই বন্ধ থাকায় সাধারণ মানুষের মনে যে অবসাদের পরিস্থিতি তৈরি হচ্ছিল তাই আনলক ৫ এ অনুষ্ঠিত হওয়া এই ফিল্ম ফেস্টিভ্যালে করোনা সতর্কতা মেনে উৎসাহের সাথে দর্শকরা অংশ গ্রহণ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584