নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরের কয়েকটি গ্রামে ভোট প্রচার চালানোর সময় প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
গাড়িতে ঢিল মারার সাথে সাথেই ভারতী ঘোষ গাড়ি থেকে নেমে তেড়ে যান তৃণমূল কর্মীর দিকে,অন্য দিকে তৃণমূল কর্মীরা ভয় পেয়ে পার্টি অফিসে ঢুকে দরজা বন্ধ করে দেয়,দলীয় সূত্রে জানা যায় প্রচারের আগে কেশপুরের কয়েকটি গ্রাম বেছে নেওয়া হয়েছিল প্রচারের জন্য,সেই লক্ষ্যে প্রথমে কেশপুরের গোলার গ্রামে বিজেপির দলীয় পতাকা তোলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,এর পরেই মুগবাসন যাওয়ার পথে তৃণমূল পার্টি অফিসের সামনে বসে থাকা কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকের মধ্যে দিয়ে একটি ঢিল এসে পড়ল কনভয়ের মাঝে থাকা একটি গাড়িতে,এর পরই প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তড়িঘড়ি গাড়ি থামিয়ে তেড়ে যান তৃণমূল কর্মীদের সামনে,তখন তৃণমূল কর্মীরা হতভম্ব হয়ে দৌড়ে ঢুকে পড়েন পার্টি অফিসের ভিতর,এরপর প্রচার গাড়ির সঙ্গে থাকা কেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার হীরক বিশ্বাস গাড়ি থেকে নেমে আসেন।
আরও পড়ুনঃ ভারতীর প্রচার গাড়িতে হামলা,মারধরের অভিযোগ নির্বাচন এজেন্টকে
প্রার্থী ভারতী ঘোষ কেশপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার হীরক বিশ্বাসকে সতর্ক করে জানিয়ে দেন এর পরে কেশপুরের কোনও জায়গায় কোনও হামলা তার উপর হয় তাহলে হীরক বিশ্বাস সমেত সমস্ত পুলিশকর্মীদের বেঁধে ফেলে দিয়ে আসবেন নির্বাচন কমিশনের অফিসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584