নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
চারিদিকে জল থৈ থৈ।বৃষ্টিরে জেরে ব্যাহত জনজীবন।সোমবার রাতে ফালাকাটা ব্লকের তাসটি চা বাগানে তান্ডব চালিয়ে ৪ টি পৃথক শ্রমিক আবাস ভেঙ্গে তছনছ করল ৩টি হাতির দল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ১২ টা নাগাদ অন্ধকারে হানা দিয়ে সংশ্লিষ্ট বাগানের সাঁওতাল লাইন ও জেঙ্গা লাইনের ফিরনা উরাও,নিলমুনি সাঁওতাল,মানিক সাঁওতাল,শিবু সাঁওতাল ৪ টি পৃথক ঘর ভেঙ্গে তছনছ করে দেয় বিশালা তিনটি হাতির দল।
স্থানীয় শিরিল শোরেন জানান, “বাগানে অতি কষ্টে আধ পেটা খেয়ে দিন কাটে।তার উপর হাতি হানা আমাদের সর্বনাশ করে দিয়েছে।গত কাল রাতে মুশল ধারে বৃষ্টি হচ্ছিল।সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে একটি বিশাল তিন টি হাতি আমাদের এলাকায় ঢুকে তান্ডব চালিয়ে গরীব মানুষের ঘর গুলো ভেঙ্গে অপূরণীয় ক্ষতি করল।”
আরও পড়ুনঃ হাতির তান্ডবে অতিষ্ট মানুষ,নিশ্চুপ বন দফতর
ক্ষতিগ্রস্তরা জানান, গত কাল রাতে ৩ টি হাতি এসে ব্যাপক তাণ্ডব চালায় আমাদের এলাকায়। ৪ টি পৃথক বাড়িতে আক্রমন করে, ঘর আবার রান্নাঘর ভেঙে তছনছ করে দেয় ।এই বিষয়ে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “ক্ষতিগ্রস্থরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরন দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584