নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ত্রিপুরাকে পাখির চোখ করে সংগঠন সাজাতে শুরু করেছে তৃণমূল। সেই সূত্রেই আজ ত্রিপুরা পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ত্রিপুরা সফর ঘিরেই আপাতত উত্তেজনা ত্রিপুরায়।
অভিষেকের পরিকল্পনা ছিল প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তিনি দলের কাজ শুরু করবেন। সেই উদ্দেশ্যে রওনা হয়ে উদয়পুরে মাতাবাড়ি এলাকায় পৌঁছনো মাত্রই অভিষেকের গাড়ি দেখে ‘গো -ব্যাক’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা এমনকি গাড়িতেও আঘাত করা হয়। এমনটাই অভিযোগ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের।
Democracy in Tripura under @BJP4India rule!
Well done @BjpBiplab for taking the state to new heights. pic.twitter.com/3LoOE28CpW
— Abhishek Banerjee (@abhishekaitc) August 2, 2021
সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ত্রিপুরার বিপ্লব দেব সরকারের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্র! বিপ্লববাবু এই রাজ্যকে নতুন পথে নিয়ে গিয়েছেন।’
আরও পড়ুনঃ দলীয় কর্মীর মৃত্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, নেতাদের একাংশকে বিঁধলেন বাগদার বিজেপি বিধায়ক
এছাড়া সোমবার সকালে কুশাবাজার এলাকায় পতাকা লাগাতে গিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরাও। যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584