অধীর চৌধুরীকে কালো পতাকা-গোব্যাক স্লোগান, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
76

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ কালো পতাকা গোব্যাক শ্লোগান গাড়ির উপর হামলার চেষ্টা তৃণমূল কর্মী সমর্থকদের মুর্শিদাবাদে।

Black flags shown to adhir chowdhury

গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার রানীনগর ২ নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শাহআলমের গাড়ির উপর বোমা মারা হয়। ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালকের। তারপর থেকেই ওই এলাকার কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ শুরু হয়।

MP Adhir Choudhury
নিজস্ব চিত্র

গতকাল রাত্রে ওই এলাকায় কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। ঘটনার কথা রাত্রেই জানতে পারেন বিরোধী দলনেতা অধীর চৌধুরী। ঘটনার খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টা নাগাদ অধীর চৌধুরী রানীনগর থানার গোধনপাড়ার বাঁশবাড়ি এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়ি গেলে রাস্তায় অধীর চৌধুরীর গাড়ি আটকে লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা।

Adhir Chowdhury at raninagar

Adhir Chowdhury

পাশাপাশি অধীর চৌধুরীর উপর হামলার চেষ্টা চালায় এবং গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে। আক্রান্ত কর্মীদের বাড়ি গিয়ে সব কিছু খতিয়ে দেখেন। পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থল থেকে অধীর চৌধুরীকে উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here