সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আজ সকালে বিজেপির বুথ সভাপতি বাসন্তীর হরেকৃষ্ণপুর গ্রামে ২০৯ নং বুথের সন্তু হালদার ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যখন বের হচ্ছিল তখন আনুমানিক ভোর চারটে তৃণমূলের লোকজন এসে বাধা দেয় যে ভোটগ্রহণ কেন্দ্রের যাওয়া যাবে না লোকজন এগিয়ে এলে তাদের সঙ্গে গণ্ডগোল বেধে যায়,এই গণ্ডগলের পরিপ্রেক্ষিতে অভিযোগ যে, তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি সহ তাঁর পরিবার।
ঘটনাটি ঘটেছে,বাসন্তী থানার হরেকৃষ্ণপুর গ্রামের ২০৯ বুথে।
বাসন্তী থানার অন্তর্ভুক্ত হরেকৃষ্ণপুর গ্রামে ২০৯ বুথে এক বিজেপি বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠে স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। আর ভাঙ্গচুরের পাশাপাশি বুথ সভাপতি সহ তাঁর পরিবারকে এলোপাতাড়ি মারধর করে। তৃনমূল কংগ্রেস কর্মীদের মারের হাত থেকে বাদ যায়নি তাঁর নাবালিকা মেয়েও।
এলাকায় উত্তেজনা ছড়াতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ বোমাবাজির অভিযোগ,আতঙ্ক
এই ঘটনায় গুরুতর আহত হয় বুথ সভাপতি সন্টু হালদার(৪৩) ও স্ত্রী অপর্ণা হালদার সহ তাঁর নাবালিকা কন্যা।এরপর গুরুতর আহত আবস্থা তাদের উদ্ধার নিয়ে আশা হয় বাসন্তী গ্রামীণ হাসপাতালে।এবিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584