কুলপিতে বিজেপি যুব নেতার উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
74

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

বিজেপির যুব মোর্চার সম্পাদককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কল বসানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানাযায়।

BJP yuva morcha secretary | newsfront.co
নিজস্ব চিত্র

কুলপি থানার কামারচক গ্রাম পঞ্চায়েতের দেবিপুর গ্রামে ঘটে এই ঘটনা। আক্রান্ত নির্মল সাহা কুলপি বিধানসভার বিজেপির ২নম্বর মন্ডলের যুব মোর্চার সম্পাদক। অভিযোগ, সরিকি জায়গার উপর সরকারি কল বসাতে যায় বাসু সাহা। সেখানে বাধা দেন যুব মোর্চার সম্পাদক।

BJP supporter | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আলিপুরদুয়ার জুড়ে ‘বিজেপিকে একটিও ভোট নয়’ পোস্টার

আর এরপরই বাসু সাহার নেতৃত্বে দেবাশিষ সাহা, হাদু সাহা সহ সাত থেকে আট জন তার উপর চড়াও হয় বলে জানা যায়। আক্রান্ত হন ওই যুব নেতার মা, বাবাও। আহত তিনজনকে আনা হয়েছে কুলপি গ্রামীণ হাসপাতালে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here