বিজেপির শিক্ষক সেলের পর্যবেক্ষকের উপর হামলার অভিযোগ

0
92

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Attack on bjp teacher cell observer
নিজস্ব চিত্র

গতকাল রাতে বিজেপির প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা প্রচন্ডভাবে মারধর করেন বিজেপি শিক্ষক সেলের ব্যারাকপুরের পর্যবেক্ষক তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য বিপুল চন্দ্র সেনকে।তিনি উল্টোডাঙার নিকট আদর্শ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।২০১১ সালের বিধানসভা নির্বাচনে তিনি নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন।

Attack on bjp teacher cell observer
আক্রান্ত। নিজস্ব চিত্র

বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস জানান গতকাল রাতে ব্যারাকপুরের ৮নং ওয়ার্ডে যখন স্থানীয় লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর হয়ে বিপুল বাবু দেওয়াল লিখনের কাজ করছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁকে আক্রমণ করেন এবং প্রচন্ড প্রহার করেন। স্থানীয় কাউন্সিলর বিপুল বাবুকে এলাকা ছাড়ার নির্দেশ দেন।এরপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন।দীপল বাবু তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে জানান, “তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আসন্ন লোকসভা নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। বিজেপি পশ্চিমবঙ্গে ৩০-এর উপর সিট দখল করবে। তাই রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে দুষ্কৃতীদের দ্বারা বিজেপিকে আক্রমণ করছে।

Attack on bjp teacher cell observer
অভিযোগপত্র। নিজস্ব চিত্র

আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই আক্রমণের প্রতিবাদে লিখিত অভিযোগ জানাচ্ছি এবং আসন্ন লোকসভা নির্বাচনে যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় তার আবেদন জানাচ্ছি।”বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ জানান নির্বাচন কমিশনকে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট পঞ্চায়েতের মতো প্রহসনে পরিণত হবে। তিনি আরও অভিযোগ করেন গত পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার রাজকুমার বাবুকে যে ভাবে হত্যা করা হয়েছিল সেই ঘটনার কথা স্মরণ করে প্রত্যেক বুথে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকলে শিক্ষকরা ভোট করতে যেতে ভয় পাচ্ছেন।

আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

নির্বাচনের আগে এমন হামলার ঘটনা প্রায় উঠে আসছে।কখনো সংঘর্ষ আবার কখনো হামলা।এদিকে এগিয়ে আসছে নির্বাচনের দিন।কতখানি সুরক্ষিত মানুষ প্রশ্ন উঠছে এখন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here