নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের ময়না নৈছনপুরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা ছড়ালো সমগ্র এলাকায়। সেই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে আবারও বিজেপি কর্মীদের থানার বাইরেই মারধর, অভিযোগ তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে।
তৃণমূলের বর্তমান বিধায়ক ও তৃণমূল প্রার্থীর উপস্থিতিতেই এই ঘটনা চলে বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে ময়না থানা এলাকা। অপরদিকে তৃণমূলের অভিযোগ নৈছনপুরে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায় তৃণমূল কর্মীদের ওপর। থানার সামনে মারধরের ঘটনায় আহত হন বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। বেশ কয়েকজন কর্মীর বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে। সব কিছুই চলে পুলিশের সামনে বলে বিজেপির অভিযোগ। থানার মধ্যে আশ্রয় নেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা।
আরও পড়ুনঃ দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা
ভোটের আগে আবারও একবার পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। এই ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷ পাশাপাশি এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584