অমিত শাহের সভায় যোগদান, বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

0
70

মনিরুল হক, কোচবিহারঃ

অমিত শাহের সভায় যোগদান করায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।গতকাল দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৫২ নম্বর বুথে ওই ঘটনা ঘটেছে।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

ওই ঘটনায় আতঙ্কিত হয়ে বিজেপির বুথ সভাপতি রতন রায় সহ প্রসেনজিৎ বর্মণ, পরিক্ষিত বর্মণ ও কালুয়া বর্মণ বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বলে বিজেপির অভিযোগ। পরে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।গতকাল কোচবিহার রাসমেলা মাঠ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়।

attack on bjp workers house | newsfront.co
নিজস্ব চিত্র

ওই পরিবর্তন যাত্রার সূচনা করতে আসেন বিজেপির সর্ব ভারতীয় নেতা তথা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ওই সভাতেই যোগ দিতে এসেছিলেন ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫২ নম্বর বুথের বিজেপি সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাঁরা সভা থেকে ফিরে যেতেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালায় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ ফুলবাড়িতে চুরি, চাঞ্চল্য এলাকায়

যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভেটাগুড়ি ২ নং অঞ্চল সভাপতি সুনীল সরকার ওই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, গতকাল অমিত শাহের সভা থেকে ফিরে এসে কিছু বিজেপি কর্মী সমর্থকরা মদ্যপ অবস্থায় রাতে এলাকায় বোমাবাজি করে।

পরে এই নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তারা গোষ্ঠীকোন্দলের জেরে নিজেরাই নিজেদের বাড়িতে তীর ছোড়ে বলে জানতে পেরেছি। এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই। বিজেপির এই গোষ্ঠীকোন্দল কে ঢাকতে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here