হরষিত সিংহ,মালদহঃ
পুরনো বিবাদের জেরে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।রবিবার রাতে মালদহের ইংরেজবাজার শহরের নয় নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতরা বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম দম্পতির নাম গনেশ সাহা ও পিংকি সাহা ।

শহরের নয় নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় বসবাস করে।তাদের সঙ্গে প্রতিবেশী লাল্টু সাহার বাড়ি তৈরি করাকে নিয়ে একটি পুরনো বিবাদ রয়েছে দীর্ঘদিনের। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। গনেশ সাহা পেশায় একজন ডালপুরি বিক্রেতা। রবিবার রাতে বাড়ির সামনে রাস্তার উপরে উনুনে আলু সেদ্ধ করছিল। অভিযোগ সেই সময় হঠাৎ অভিযুক্ত লাল্টু সাহা ও তার মা তাদের উপর হামলা চালায়। ব্যাট দিয়ে গণেশের মাথায় আঘাত করে।স্বামীকে উদ্ধার করতে ছুটে আসে তার স্ত্রী পিংকি সাহা ও ছেলে অভিজিৎ সাহা।তাদেরকেউ মারধর করা হয় বলে অভিযোগ।

পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়।ঘটনায় সোমবার সকালে অভিযুক্তদের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তরা। পুলিশ তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584