নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটায় এক নির্বাচনী প্রচারে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সেক ইব্রাহিম আলী।এদিনের এই ঘটনার পর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সোমবার সকাল ১১টা নাগাদ সুতাহাটা ব্লকের অন্তর্গত বারোতলা এলাকায় স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার সারছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সেক ইব্রাহিম আলী।এই প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম থেকে নির্বাচিত হওয়া হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল।
এদিন যখন বারোতলা এলাকায় থেকে সিপিআইএমের প্রচার মিছিল যাচ্ছিল ঠিক তখন মিছিলে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটুক্তি করতে থাকেন বেশ কয়েকজন মদ্যপ দুষ্কৃতী।এরপর ওই কটুক্তিতে কান না দিয়ে নিজেদের প্রচার মিছিল এগিয়ে নিয়ে যান নেতৃত্বরা।মিছিল করে ফের যখন ওই পথে পুনরায় ফিরে আসেন সিপিআইএমের কর্মী,সমর্থক ও নেতারা ঠিক তখনই মিছিলে থাকা বেশ কয়েকজন নেতার ওপর চড়াও হয় ওই মদ্যপ দুষ্কৃতীরা।এমনকি প্রার্থী সেক ইব্রাহিম আলী ও স্থানীয় বিধায়িকা তাপসী মন্ডলকেও হেনস্থার স্বীকার হতে হয় এই ঘটনায়।সিপিএম নেতৃত্বের দাবি,এরপরে যখন স্থানীয় গ্রামবাসীরা ওই সকল মদ্যপ দুষ্কৃতীদের প্রতিহত করতে উদ্যত হয় ঠিক তখনই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।এদিনের এই ঘটনায় আহত হন সিপিআইএমের বেশ কয়েকজন কর্মী।তাদের স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়।তবে এদিনের এই হামলার ঘটনায় সম্পূর্ণভাবে তৃণমূলকেই দায়ী করছেন সিপিআইএম নেতৃত্বরা।জেলা সিপিআইএম নেতৃত্বদের দাবী,এই ঘটনা সম্পূর্ণভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই ঘটিয়েছে।
তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।তাদের দাবী,সিপিআইএমের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এরূপ ঘটনা ঘটেছে।এদিনের এই ঘটনার পর স্থানীয় সুতাহাটা থানায় এবং জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান প্রার্থী ইব্রাহিম আলি।তবে এ পর্যন্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।এবিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাবেন বলে জানান প্রার্থী ইব্রাহীম আলী।
তিনি আরও জানান,“এদিনের আমাদের প্রচার মিছিলের জন্য সম্পূর্ণ নিয়ম মেনেই নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।তা সত্ত্বেও এদিন আমাদের মিছিলের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।”তার দাবী,“এদিন যেসকল দুষ্কৃতীরা এই মিছিলের ওপর চড়াও হয়েছিল তাদের প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা গেঞ্জি পরেছিল।তাই এক্ষেত্রে তৃণমূল ছাড়া আর কেউ এ ঘটনা ঘটাতে পারে না।”
আরও পড়ুনঃ বিজেপির দেওয়াল লিখনে কাদা লেপার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিহি জানান,“এই ঘটনা সম্পূর্ণভাবে তৃণমূল চক্রান্ত করে ঘটিয়েছে।আগামী দিনে নির্বাচন কমিশন যদি সঠিক ভোট করতে ব্যবস্থা গ্রহণ করে তাহলে তৃণমূলের এই চক্রান্ত আর কাজে দেবে না এবং সঠিকভাবে নির্বাচন হবে।” ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584