ভবানীপুরে প্রচারের শেষ লগ্নে ধুন্ধুমার, দিলীপ ঘোষকে গো ব্যাক-জয় বাংলা স্লোগান

0
78

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ভবানীপুর উপ নির্বাচনের শেষ বেলার প্রচারে আজ ধুন্ধুমার। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল-এর হয়ে এদিন প্রচারে নেমেছিলেন প্রায় ৮০ জন বিজেপি নেতা, এমনটাই জানা গিয়েছে। সেখানেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

Attack on Dilip Ghosh
সৌজন্যেঃ ফেসবুক

অভিযোগ, তাঁকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি করা হয়, জয় বাংলা স্লোগান দেয় তৃনমূল কর্মী সমর্থকেরা। অন্যদিকে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বন্দুক তাক করার।

ঘটনায় এক বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলেও জানা গিয়েছে। শুধু দিলীপ ঘোষ নন বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ অর্জুন সিং-ও। যার জেরে প্রচার না সেরেই ফিরে গিয়েছেন অর্জুন সিং। প্রচারে এসে এদিনের ঘটনায় দিলীপ ঘোষ বলেন যে, ‘তৃণমূল মানুষের কাছে যেতে পারছে না। তাই বিজেপির পিছনে পড়ে আছে। আমাকে বারবার বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমি যা করার, তা করে গেছি।’

আরও পড়ুনঃ আইকোর চিটফান্ড মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে আজই তলব সিবিআই-এর

এদিনের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, এই ঘটনার প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। অন্যদিকে, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেছেন, ভোটের দিন এমন হলে বুঝে নেবে কেন্দ্রীয় বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here