সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বিজেপি করার অপরাধে মা মেয়েকে হুমকি এবং শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।আভিযোগকারী কন্যা সুষমা গিরি।ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌশুনি দ্বীপের বাগডাঙার ঘটনা।
অভিযুক্ত তৃনমূল উপপ্রধান রামকৃষ্ণ মন্ডলের নেতৃত্বে স্থানীয় তৃনমূল নেতা শক্তিপদ মান্না,ভক্তিপদ মান্না, মানিক মান্না ও গিরিধারি চারজনের বিরুদ্ধে অভিযোগ।বাড়ি চড়াও হয়ে গৃহবধূ মা এবং ছাত্রী কন্যাকে মারধর করা হয় বলে জানিয়েছে সুষমা।মা পোষকা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাকেও কটুক্তি করার অভিযোগ উঠেছে।
বাড়িতে মা ও মেয়ে ছাড়া কেউ ছিলনা।কর্মসূত্রে পিতা রতন গিরি বাইরে থাকেন।
রতন বাবু পূর্বে তৃণমূল কর্মী ছিলেন বর্তমানে তিনি বিজেপি কর্মী।সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বাগডাঙার ২৫৪ নং বুথে লিড পায় বিজেপি।সেই আক্রশে এমন ঘটনা বলে অভিযোগ রতন বাবুর।
আরও পড়ুনঃ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।যদিও এখনও অধরা অভিযুক্তরা।সমস্থ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584