হরষিত সিংহ,মালদহঃ
গ্রাম্য সালিশিকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচ সদস্যের উপর হামলা চালানোর অভিযোগ উঠল গ্রমবাসীদের বিরুদ্ধে।শনিবার রাতে মালদহ থানার মহিষবাথানি পঞ্চায়েতের আলিপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আক্রান্তরা চিকিৎসাধীন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহতদের নাম,জহাক আলী(৬০),আমেনা বিবি(৪৫),কালু হোসেন(২৮),জলি হক(২৫) ও জিয়াবুল হক(১৬)।
অভিযুক্ত সেরাজুল সেখ,মুক্তার সেখ,মনি সেখ সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আক্রান্ত জহাক আলীর অভিযোগ,গ্রামে দুই পরিবারের মধ্যে বচসার কারণে শনিবার রাতে গ্রামে সালিশি ডাকা হয়।সেই খানে তিন জনকে দোষী সাব্যস্ত করা হয়।এই নিয়ে শুরু হয় বচসা।দোষীদের বিপক্ষে সাক্ষী দেওয়ার কারণে তার পরিবারের উপর হামলা চালায় অভিযুক্তরা বলে অভিযোগ।
সালিশি শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা চড়াও হয় জহাক আলীর পরিবারের উপর। হামলায় আহত হন জহাক আলী,তার স্ত্রী আমেনা বিবি ও তার তিন সন্তান।রাতেই তাদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা।হামলার ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।
আরও পড়ুনঃ বিজেপি দ্বারা আক্রান্ত তৃণমূল কর্মী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584