নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ঘাটালে বিজেপি প্রার্থীকে জুতো ও লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভা এলাকার কোতুলপুর ও কুঠিঘাট এলাকায়।
বিজেপি সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী শীতল কপাট, তার নির্বাচনী এলাকা কোতুলপুর ও কুঠিঘাট এলাকায় নির্বাচনী প্রচার করতে যায়। কোতুলপুরে যাওয়া মাত্রই তাকে ঘিরে ধরে তৃণমূলের কর্মীরা। তাকে জুতো ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন বিজেপি কর্মীর মাথা ফেটে যায়।
পুলিশকে খবর দিলেও কোনো লাভ হয়নি। অনেক পরে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। যার ফলে বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ বিজেপি প্রার্থীকে উদ্ধার করে নিয়ে যায়।
বিজেপি প্রার্থী শীতল কপাট বলেন, যেভাবে নির্বাচনী প্রচারে তৃণমূল বাধা দিচ্ছে এবং তাকে জুতো ও লাঠি দিয়ে মারধর করছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানান। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা।
আরও পড়ুনঃ শুভেন্দু গো ব্যাক স্লোগান উঠল সোনাচূড়ায়
পুলিশ যদি ঠিক সময়ে যেত তাহলে তাকে ও দলীয় কর্মীদের তৃণমূলের দুষ্কৃতীদের হাতে মার খেতে হত না। তৃণমূল কর্মীরা তাকে ও দলীয় কর্মীদের কেন মেরেছে তাও তিনি বুঝতে পারেননি। বিজেপি প্রার্থী বলেন, “একজন প্রার্থী হিসেবে বাড়ি বাড়ি প্রচার করতে যেতেই পারি আমি, তা বলে আমাকে বিজেপি প্রার্থী বলে জুতো ও লাঠি দিয়ে মারবে তৃণমূল?”
আরও পড়ুনঃ প্রার্থী বদলের সম্ভাবনাকে ফুৎকারে ওড়ালেন দিলীপ
ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বিজেপি প্রার্থীর আনা অভিযোগ তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ওই ঘটনা ঘটেছে। নিজেদের দোষ চাপা দিতে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584