পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

প্রথম দফা মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে রক্ত ঝরল পশ্চিমবঙ্গে।
খবর সংগ্রহ করতে গিয়ে মাথা ফাটল সাংবাদিকের।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের কাটা ফুলবাড়িতে।বাঁশ,লাঠি দিয়ে ফাটিয়ে দেওয়া হয় বেসরকারি চ্যানেলের ওই সাংবাদিকের মাথা।

আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা চিত্র সাংবাদিকও।জানা গিয়েছে,কাটা ফুলবাড়িতে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না,এই খবর পেয়ে সেখানে যান ওই দুই সাংবাদিক।সেই সময়ই তাঁদের আক্রমণ করে দুষ্কৃতীরা।
সমগ্র ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলাপ্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ ভোটাধিকার প্রয়োগে বাধা,বাড়িতে এসে হুমকির অভিযোগ ফেসবুকের দেওয়ালে

অন্যদিকে, চোপড়ার দিঘি কলোনি এলাকায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ভোটার পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে।প্রতিবাদে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা।কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584