নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
বাম প্রার্থীর গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়ালো মাথাভাঙ্গায়।
কোচবিহারে বাম প্রার্থীর গাড়িতে এদিন হামলা হয়। মাথাভাঙ্গার পচাগড় এলাকায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গোবিন্দ রায়ের গাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।
এদিন বাম প্রার্থী পচাগড় এলাকায় কয়েকটি বুথ ঘুরে দেখেন।সেখানে ২৩৮ নম্বর বুথে তিনি পরিদর্শন করতে গেলে তার লাল রঙের একটি ছোট গাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।ইট ছুঁড়ে তার গাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই বুথে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলা সিপিএম নেতা মহানন্দ সাহা বলেন, “আমাদের প্রার্থী গোবিন্দ রায় ওই এলাকায় বিভিন্ন বুথ ঘুরে খোঁজ নিচ্ছিলেন।তিনি পচাগড় অঞ্চলের ২৩৮ নম্বর বুথে যাওয়ার পর তার গাড়িতে হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা।তার গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয়।” এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584