নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেলদায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও মারধর করার অভিযোগ উঠলো বিজেপির মণ্ডল সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে।
সোমবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের অন্তর্গত বেলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কমিয়াচক গ্রামে।বেলদা এক গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। ওই গ্রাম পঞ্চায়েতের কমিয়াচক গ্রাম থেকে বিজেপির পঞ্চায়েত সদস্য হিসেবে কবিতা দাস পাল নির্বাচিত হয়েছেন।
অথচ বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি শুভাশিস মহাপাত্রর ভাই সুকুমার মহাপাত্র, স্থানীয় বিজেপি নেতা সূর্যকান্ত দাস সহ প্রায় ১০০ জন গুন্ডা নিয়ে সোমবার রাতে তার বাড়িতে চড়াও হয় বলে তিনি অভিযোগ করেন। সেই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য কবিতা দাস ও তার শাশুড়ি।
বিজেপির মণ্ডল সভাপতির লোকেরা তাদের বেদম মারধর করে এবং তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেন। সেই সঙ্গে তাদের বাড়ি ভাঙচুর করে সমস্ত তছনছ করে দেয়। যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে তিনি রয়েছেন।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে পার্টি অফিস দখল তৃণমূলের
বিজেপির পঞ্চায়েত সদস্য কবিতা দাস পাল বেলদা থানায় গিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শুভাশিস মহাপাত্র ও তার ভাই সুকুমার মহাপাত্র ও সূর্যকান্ত দাস সহ আরও কয়েকজন বিজেপি নেতা ও কর্মীর নামে বেলদা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
কবিতা দাস পাল বলেন, “ওরা দুর্নীতি করতে চায় এবং এলাকায় বদমাশি করছে। আমাকে আমার এলাকার কোন কাজের টেন্ডার করতে দেয়নি এবং উন্নয়নে বাধা দিচ্ছে। আমি এলাকার উন্নয়ন চাইছি। কিন্তু দলের নেতা শুভাশিস মহাপাত্র কোন উন্নয়ন করতে দিচ্ছে না। আসলে ওরা টেন্ডার না করে সমস্ত টাকা আত্মসাৎ করতে চাই।”
আরও পড়ুনঃ বড়ঞায় বোমা উদ্ধার, পুলিশের দ্বারস্থ স্থানীয় তৃণমূল যুব নেতা
তাই তিনি বলেন, “জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি জনগণের জন্য কাজ করতে চাই। কিন্তু দলের মণ্ডল সভাপতি আমাকে কাজ করতে দিচ্ছে না বরং আমাকে বাড়িতে এসে তার লোকেরা মারধর করছে।” তিনি রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। বেলদা থানায় দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন।
তিনি পুলিশের কাছে আরও জানিয়েছেন যে ওরা যেকোনো সময় তাকে মেরে ফেলতে পারে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। তবে মণ্ডল সভাপতি শুভাশিস মহাপাত্রকে বারবার ফোন করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বেলদা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584