পরিক্ষার্থীদের উপর আক্রমন ও সাজানো মামলার প্রতিবাদে রাজ‍্যব‍্যাপি ডি এম-দের ডেপুটেশন

0
1154

নিজস্ব প্রতিবেদক, কোলকাতা,নিউজফ্রন্ট:

মাদ্রসা সার্ভিস কমিশন অবৈধ হয় হাইকোর্টের অর্ডারে।চাকরিও অনিশ্চয়তার মুখে পড়ে প্রায় দশ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর।সেই রায়ের বিরুদ্ধে মামলা হয় সুপ্রিমকোর্টে। সুপ্রিমকোর্ট, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। কিন্তু কোর্টের অর্ডারেই মাদ্রসা সার্ভিস কমিশনের নেওয়া পরীক্ষায় ইতিমধ্যেই উত্তীর্ণ হয় প্রায় চার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতি। লিভ গ্ৰান্ট থাকা সত্ত্বেও কমিশন ইন্টারভিউ নিতে নারাজ। তাই এই পাশ করা পরিক্ষার্থী ও ভুক্তভোগী শিক্ষকগণ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নেতৃত্বে বিভিন্ন সময় মাদ্রাসা সার্ভিস কমিশন পুনর্বাহালের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় পথসভা,মিছিল,বুদ্ধিজীবিদের নিয়ে চিন্তন শিবির অনুষ্ঠিত করে আসছে। কোন জায়গায় বাধা হয়ে দাড়ায়নি।

বন‍্যাপিড়ীত মানুষের সঙ্গে ফোরামের সভাপতি।

গত১৪ই আগস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম কাঁথির  মানুষকে সার্ভিস কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরার উদ্দেশ্য মিছিল ও পথসভার ডাক দেয়
পুলিশের অনুমতি নিয়ে। কিন্তু প্রশাসনের নির্দেশ মতো মিছিল যখন পায়ে পায়ে এগিয়ে চলছিল তখন থানার অদূরেই মিছিল আটকিয়ে দুষ্কৃতীসহ চড়াও হয় কন্টাই রহমানিয়া মাদ্রাসার সম্পাদক আব্দুর রহমান ।বিভিন্ন সংবাদ সূত্র থেকে জানা যাচ্ছে তখন পুলিশ ছিল নীরব দর্শক।ইতিমধ্যে রাজ‍্যের বুদ্ধিজীবী মহল এই নিয়ে ধিক্কার জানিয়েছেন।কিন্তু অভিযোগ সেইসব দুষ্কৃতীদের ধরা বাদ দিয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ও কর্মকর্তাদের উপর মিথ্যা মামলা চাপানো হয়।তারই প্রতিবাদ স্বরুপ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সদস‍্যবৃন্দ রাজ্যের সমস্ত জেলায় আগামী কাল প্রতিবাদ তথা ডেপুটেশন দিতে চলেছে প্রত‍্যেক জেলার ডি এম -এর কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here