নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাতের অন্ধকারের সুযোগ নিয়ে হামলা চলল দাদার অনুগামীদের বাড়িতে অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীদের বাড়িতে। অভিযোগ, বাড়ি ভাঙচুর, এলাকায় বোমাবাজির পাশাপাশি তাদের দেওয়া হয়েছে হুমকিও।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে, এই ঘটনায় ফের উঠে এলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি এ ঘটনায় সরাসরি অভিযোগ এনেছেন মানস ভুঁইয়ার অনুগামীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার নন্দীগ্রামে রাসমেলায় অংশ নেওয়ার পর বিকেলের দিকে সবংয়ে তৃণমূল নেতা প্রভাত মাইতির বাড়িতে যান শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরা।
প্রাক্তন ব্লক সভাপতি প্রভাতবাবুর বাড়িতে ‘দাদা’কে নিয়ে তার ‘অনুগামী’রা বাইক মিছিল করে যান আর এদিন গভীর রাতে দেড়টা নাগাদ ওই বাড়িতেই হামলা চালায় তৃণমূলের আর এক গোষ্ঠীর কর্মী–সমর্থকরা। হামলা চলে একাধিক তৃণমূলকর্মীর বাড়িতে। এরা মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি।
আরও পড়ুনঃ পিকে প্রশ্নে মদনের মন্তব্যকে সমর্থন করে জল্পনা উস্কালেন দিলীপ
তার অভিযোগ, রাতেই আরও চারজন তৃণমূলকর্মীর বাড়িতে ব্যাপক হামলা চলে। করা হয় মারধরও। এই ঘটনার পর রাতেই সবং থানার পুলিশকে খবর দেন অমূল্য মাইতি। ঘটনাস্থলে এসে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ পাটুলিতে পিন ফুটিয়ে আত্মীয়াকে হত্যার অভিযোগ, গ্রেফতার
এদিকে, মানস ভুঁইয়ার অনুগামীদের অভিযোগ, এ ঘটনার পেছনে তারা নয়, বিজেপি জড়িত। অভিযোগ অস্বীকার করে বিজেপি দাবি করেছে, মানস ভুঁইয়া ও অমূল্য মাইতির মধ্যে সংঘর্ষে তাদের ফাঁসানো হচ্ছে। মঙ্গলবার এ ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, ‘সমস্ত বিষয়ে খোঁজ–খবর নেওয়া হচ্ছে।
তবে আমার মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। বিজেপি এখন এলাকা দখল করতে মরিয়া। বিজেপি–ই এই ঘটনা ঘটিয়েছে।’ এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584