নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে পর পর তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ।
শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ছাড়ার পরে গতকাল সন্ধ্যা থেকে মোটর সাইকেল বাহিনী রাতে তৃণমূলের ছ’টি দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় । বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে মিঁয়ামোড় এলাকায় অবরোধে নেমেছে তৃণমূলের নেতা-কর্মীরা।
এই ঘটনার জন্য এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে । তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে ওটা তৃণমূলের গোষ্ঠি দ্বন্দ্বেরই ফল ৷
আরও পড়ুনঃ তৃণমূল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী, যোগ দিলেন পদ্মফুলে
তৃণমূলের অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় থাকার জন্যই এই ঘটনা ঘটেছে। এলাকায় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে, অন্যদিকে এই ঘটনার জেরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584