তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কর্মীদের মারধরের ঘটনায় উত্তেজনা মকরামপুরে

0
83

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার দিলীপ ঘোষের মিটিং সেরে ফেরার পথে তৃণমূলের দলীয় কার্যালয়ে ও কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর ওই গন্ডগোল আটকাতে গেলে পুলিশের ওপরও আক্রমণ হয় বলে অভিযোগ।

tmc party office vandalised | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও বিজেপির দাবি, দিলীপ ঘোষের সভায় যাতে তাদের কর্মীরা না পৌঁছাতে পারেন তাই আগে থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের ওপর আক্রমণ চালিয়েছিল। এমনকি সভা শেষে ফেরার পথেও তৃণমূলের কর্মীরা তাদের আক্রমণ করে বলে অভিযোগ বিজেপির।

tmc party office | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার মকরামপুরে। উক্ত ঘটনায় তৃণমূল বিজেপি পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে এই গন্ডগোল থামাতে গিয়ে নারায়ণগড় থানার এক পুলিশ অফিসার গৌতম তলাপাত্রের ওপর আক্রমণ হয় বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুনঃ বালুরঘাট কলেজে টিএমসিপি’র দুই গোষ্ঠীর বিবাদ, লাঠিচার্জ পুলিশের

তৃণমূল বিজেপির এই সংঘর্ষের মাঝে পুলিশের ওপর আক্রমণ হওয়ায় বর্তমানে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here