ফের নিগৃহীত ডাক্তার,আটক দুই অভিযুক্ত

0
26

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

রোগীর পরিবারের হাতে নিগৃহীত চিকিৎসক। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে।

attack to doctor | newsfront.co
নূর আলম আনসারি,নিগৃহীত চিকিৎসক।নিজস্ব চিত্র

এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে।আহত চিকিৎসক নূর আলম আনসারি চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ৷এই ঘটনায় পুলিশ ওই রোগীর পরিবারের দুজনকে আটক করেছে।

attack to doctor | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর মহকুমা হাসপাতালে বেলা ১১ টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূর আলম আনসারি রাউন্ডে আসেন।লিলি খাতুন নামে এক রোগীকে দেখার পর তার পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলতে শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ ডাক্তার নিগ্রহ, গ্রেফতার রোগীর পরিজন

আচমকাই ওই রোগীনীর স্বামী জাহাঙ্গীর ও তার সঙ্গী সাথীরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে গালিগালাজ ও মারধর শুরু করে বলে অভিযোগ।ভাঙচুর করা হয় ওই ওয়ার্ডেও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।

attack to doctor | newsfront.co
হাসপাতাল ওয়ার্ড ভাঙচুর।নিজস্ব চিত্র

নিগৃহীত চিকিৎসক নূর আলম আনসারি বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন।চিকিৎসককে নিগ্রহ করার প্রতিবাদে সরব হন ইসলামপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।

চিকিৎসক নিগ্রহের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।আহত চিকিৎসক নূর আলম আনসারি চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here