সুদীপ পাল,বর্ধমানঃ
বিজেপি মিছিল থেকে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগে উত্তাল হল কাঁকসার বিষ্ণুপুর গ্রাম।তৃণমূলের অভিযোগ, গ্রামের বাসিন্দা গৌতম গরাই-এর বাড়িতে ঢুকে বিজেপির লোকজন ক্রমাগত ভাঙচুর চালায়। এমনকি তাঁর ভাইপো বাধা দিতে গেলে তাঁকেও মারধর করে বলে অভিযোগ জানান তৃণমূল কর্মীরা।
কাঁকসা মলানদিঘী পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে বিজয় মিছিল বের করেছিল বিজেপি।
গ্রাম পরিক্রমা করছিল।সেই সময় তৃণমূল কর্মী গৌতম গরাই-এর বাড়ির কাছে পৌঁছানোর পর ইট বৃষ্টি শুরু হয়ে যায়।বাড়ির কাঁচের জানলা ভেঙে ফেলা হয়।অভিযোগ,এই সময় কয়েকজন বিজেপি কর্মী গৌতমবাবুর বাড়িতে ঢুকে হামলা চালায়।জিনিসপত্র ভাঙচুর করা হয়,মারধর করা হয় পরিজনদের।তৃণমূলের অভিযোগ,বাড়ির সামনে বোমাবাজিও করে বিজেপির কর্মীরা।
আরও পড়ুনঃ শীতলখুচিতে বিজেপির অবরোধ শেষে বিক্ষিপ্ত হামলা,আহত ৬
গৌতমবাবুর ভাইপো আহত হয়েছে বলে জানা যাচ্ছে।দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে।কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।তৃণমূলের দাবি,বাইরে থেকে লোক এনে শান্ত পরিবেশ অশান্ত করছে বিজেপি।যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি কর্মীরা।
তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) কার্যকারী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপি নানা জায়গায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন। পুলিশের কাছে দ্রুত দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি।অন্যদিকে বিজেপি নেতা রমন শর্মা এই ঘটনার জন্য তাঁর দলের কেউ জড়িত নন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584