নিজস্ব সংবাদদাতা,মালদহঃ বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক কলেজ পড়ুয়া সহ ৩ জন। ঘটনাটি ঘটেছে, রতুয়া থানার হরগোবিন্দপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত কলেজ পড়ুয়ার নাম, সেখ সিকতার(২০)। তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সে সামসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সাদিউল সেখ(২৫) এবং ফুরকি বিবি(৩৫) এদের চিকিৎসা চলছে রতুয়া গ্রামীণ হাসপাতালে। সিসা সেখ,ঈশা সেখ,এসাবুদ্দিন সেখ সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে হামলাকারীরা দুষ্কৃতী। মাঝেমধ্যেই তারা এমন ঘটনা ঘটায়। মঙ্গলবার রাতে হরগোবিন্দপুর এলাকায় মোড়ের মাথায় আড্ডা দিচ্ছিলেন কলেজপড়ুয়া সহ কয়েকজন। সেই সময় আচমকা সাতজন ধারালো অস্ত্র নিয়ে কলেজপড়ুয়ার উপর হামলা চালায় বলে অভিযোগ।
কলেজ পরুয়াকে বাঁচাতে গিয়ে পরিবারের দুই সদস্যর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় রাতে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তিন জনকে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানান্তর করা হয় কলেজ পড়ুয়া সিকতারকে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে। তবে কী কারণে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584