আক্রান্ত ভোটকর্মীদের অন্তঃসার শূন‍্য সাহায‍্যের আশ্বাস

0
659

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪ পরগনা: ১৪ই মে’র পর কেটে গিয়েছে দু সপ্তাহের বেশী। ঐ দিন রাজার হাটের নবীন চন্দ্র এফ.পি স্কুলে ভোটকর্মী হিসেবে নিযুক্ত প্রাথমিক স্কুলের শিক্ষক মনিরুল ইসলামের চোয়াল ভাঙে রাজনীতির ধ্বজাধারীদের আক্রমণে। সহমর্মিতা তো দূরের কথা সরকার ঘোষিত আক্রান্ত ভোটকর্মীদের সাহায্য টুকুও এখনো মেলেনি মনিরুল ও তার পরিবারের।

আক্রান্ত মনিরুল

শিক্ষক রাজকুমার রায়ের হত‍্যা ও ভোটকর্মীদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাজ‍্য যখন সরগরম তখন আরো এক আক্রান্ত শিক্ষকের প্রতি রাজ‍্য সরকারের অবহেলা সমগ্র ভোটকর্মীদের প্রতি তাদের অবহেলার দিকটিই সুনিশ্চিত করলো বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ।

আক্রান্ত ভোটকর্মীর স্বহস্তে লিখিত।

প্রসঙ্গত ১৪ই মে রাজারহাটের নবীন চন্দ্র এফ.পি স্কুলে (১০১ নাং বুথ) তৃতীয় পোলিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন রামনগর এফ.পি স্কুলের প্বার্শশিক্ষক মনিরুল ইসলাম। বেলা বারোটার পর একদল দুষ্কৃতি বুথ দখলের চেষ্টা করলে তাদের বাধা দিতে যান মনিরুলেরা।

তখনই তাদের মারধর করে এলাকায় বোমা বাজি করে ব‍্যালট বক্স ছিনতাই করে পালায় দুষ্কৃতিরা। তাদের আঘাতেই চোয়াল ভাঙে মনিরুলের। সরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসায় চোয়ালে ট্রাকসান লাগানো মনিরুল এখন শয্যাশায়ী।

ফেসবুক পেজে মনিরুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

তার ভাই মহঃ আমিরুল ইসলাম জানান “দাদার চিকিৎসা করাতে গিয়ে লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে গিয়েছে। শুনেছি সরকার থেকে আক্রান্ত ভোটকর্মীদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। সেই অর্থ সাহায্য পেলে দাদার সংসারটা বাঁচে।” জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে “কাজ চলছে” বলে জানান তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here