নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে ব্যাপক প্রহৃত ফালাকাটা ব্লকের সরকারী কর্মীরা।ওই দলে ফালাকাটা ব্লকের জয়েন্ট বিডিও ও রয়েছেন।গুরুতর জখম অবস্থায় ছয়জন সরকারী কর্মচারীকে ফালাকাটা সুপার গ্রামিন হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
অভিযোগের তির শাসক দলের দিকে। উল্লেখ করা যেতে পারে বিগত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ধনীরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড আসনের নিরিখে দখল করেছিল বিজেপি। মোট ১৪ টি আসনের মধ্যে তৃনমূল পেয়েছে ৫ টি এবং বিজেপির দখলে ছিলো ৯ টি। গত মাসের ২৭ তারিখ বোর্ড গঠনের নির্ধারিত দিন থেকে ধনীরামপুর-১ নং বোর্ড গঠন ইতিপূর্বে একবার পিছিয়ে দেওয়া হয়েছিল।
আহত টি ডী ভুটিয়া, জয়েন্ট বিডিও,সুমন ঝা,প্রিসাইডিং অফিসার,বিপ্লাব মক্তান,মৎস আধিকারিক,দেবব্রত ঘোষ,বাস্তুকার,প্রদীপ দত্ত,গাড়ির চালক।
এদিকে রাস্তায় এই ঘটনার জেরে বোর্ড গঠন প্রক্রিয়া স্বগিত করে দেওয়ার পর ধনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বোর্ড গঠনের দাবি তোলে বিজেপি।সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।
আরও পড়ুনঃ বিকাশ খুনে গ্রেফতার মূল অভিযুক্ত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584