ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
যোগী রাজ্যে পুলিশ ও চিকিৎসা কর্মীদের উপরে সাধারণ মানুষের আক্রমণ। উত্তরপ্রদেশের মোরাদাবাদে করোনা আক্রান্ত সন্দেহে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে এসেছিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল। এমন সময় উন্মত্ত জনতা তাদের প্রতি ইট পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনায় জখম হয় কয়েকজন স্বাস্থ্যকর্মী। তাদেরকে বাঁচাতে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের ওপর চড়াও হয় উন্মত্ত জনতা ।
সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রে যতদূর জানা গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ ধর্মের ভিত্তিতে ওয়ার্ড! আমেদাবাদে করোনা চিকিৎসার হাসপাতালে
পুলিশ সূত্রে জানা গেছে ওই এলাকায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। হাসপাতাল সূত্রে মৃত ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এমন কয়েকজনকে চিহ্নিত করে তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার জন্য মোরাদাবাদের ওই এলাকায় যায় ওই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক দল। আর তখনই ক্ষিপ্ত জনতার সামনে পড়ে যায় চিকিৎসকও পুলিশরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584