এলাকায় দাপট দেখাতে বৃদ্ধকে আক্রমণ,ধৃত যুবক

0
42

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

attacking the elderly in area to show respect
আক্রান্তের স্ত্রী সুন্দরী নস্কর।নিজস্ব চিত্র
attacking the elderly in area to show respect
আক্রমণকারী রাজীবের দাদা সঞ্জয় নস্কর।নিজস্ব চিত্র

বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে। গ্রেফতার যুবক। এলাকাই নিজের দাপট টিকিয়ে রাখতে জয়গোপাল নস্কর নামে ষাট বছরের বৃদ্ধকে মারধোর করে রাজীব নস্কর নামে এক যুবক। এই ঘটনার জেরে এলাকাই উত্তেজনা ছড়িয়েছে।বিষ্ণুপুর থানার রামনগরের ঘটনা।অভিযোগ, সোমবার রাত সাড়ে দশটার সময় চাষের জন্য জলের কল মেরামত করে বাড়ি ফিরছিলেন জয়গোপাল নস্কর ঠিক সময়েই প্রতিবেশী যুবক রাজীব নস্কর আচমকাই ইঁট নিয়ে চড়াও হয়।পিঠের শিড়দাঁড়ায় মারে।পাশাপাশি জয়গোপাল নস্করকে মেরে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে মাথায় আঘাত করে।প্রাণ বাঁচিয়ে কোন রকমে জয়গোপাল নস্কর নিজের বাড়িতে পালিয়ে আসে।চিৎকার চেঁচামেচিতে উঠে পরে। পরিবারের লোকজন দেখে যে রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর।এই ঘটনাটি এলাকায় চাউর হতেই এলাকার মানুষ জন ক্ষিপ্ত হয়ে ওঠে। দীর্ঘ দিনের ক্ষোভ ফেটে পড়ে এলাকার মানুষজন রাজীব নস্করের বাড়িতে চরাও হয়ে ভাঙচুর করে। পাশাপাশি আজ দুপুরে রাজীব নস্করকে ধরে এনে ক্ষিপ্ত জনতা গনধোলাই দিয়ে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।রাজীব নস্কর নিজের দাপট টিকিয়ে রাখতে পাড়া প্রতিবেশীদের উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়।এই নিয়ে বেশ কয়েকবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ গ্রেফতার করে।যখনই জামিন পায় তখনই আবারও অত্যাচার শুরু করে।জয়গোপাল নস্করের সঙ্গে পাড়ার কোন কারো সাথে ঝগড়া ঝাটি নেই।রাজীবের সঙ্গে তো কোন কিছু হয়নি।বিনাদোষে,বিনা অপরাধে মারধোর করে।বর্তমানে তিনি চিতরঞ্জন হসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন।

attacking the elderly in area to show respect
স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত নস্কর।নিজস্ব চিত্র

আরও পড়ুন: বড়দিনে বাঘের গর্জন ধনচির জঙ্গলে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here