গার্ডেনরিচে প্যারোলে মুক্তিপ্রাপ্ত বন্দি আক্রান্ত

0
23

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্যারোলে মুক্তি পাওয়া এক বন্দি এলাকায় ফিরেই বেধড়ক মারধর ও খুনের চেষ্টার শিকার হলেন। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার গার্ডেনরিচ এলাকার শ্যামলাল লেনে। আশঙ্কাজনক অবস্থায় ওই বন্দি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে যারা তাকে মারধর এবং খুনের চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

murder | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, যাকে খুনের চেষ্টা করা হয়, সেই ৫৬ বছর বয়সী মহম্মদ কামাল ১৯৯১ সালে এক ব্যক্তিকে খুনের ঘটনায় সাজা খাটছিলেন। সম্প্রতি করোনা সতর্কতায় সংশোধনাগারগুলি থেকে কিছু বন্দিকে সাময়িক মুক্তি দেওয়ার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট।

তার ভিত্তিতে রাজ্যের সংশোধনাগারগুলি থেকে যে ৩০০০ বন্দি ছাড়া পান, তার মধ্যে তিনিও একজন। সাজাপ্রাপ্ত আসামী হিসাবেই এতদিন রাজ্যেরই একটি সংশোধানাগারে ছিলেন। এখন করোনার প্রকোপে তিনি প্যারোলে ছাড়া পেয়ে বাড়ি আসতেই তাঁকে খুনের চেষ্টা করা হল। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গার্ডেনরিচের শ্যামলাল লেনে ঢুকতেই তার ওপর চড়াও হয় কিছু লোকজন। লকডাউনের মধ্যে তিনি কেন ওই এলাকায় ঢুকেছেন, এই আপত্তি তুলে তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় ।কামালের পিঠে গুরুতর আঘাত লেগেছে বলে পুলিশ সূত্রে খবর।

কামালের বাড়ির সদস্যরা জানান, একটি ফোন আসায় কামাল কথা বলতে বলতেই বাইরে চলে যান। পরে পাড়ার লোকেরা এসে তাদের জানান, যে কামাল রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। কামালের শরীরের একাধিক জায়গাতে ধারালো অস্ত্রের আঘাতের কারণে রাতেই তাকে এসএসকেএম হাসপাতালে আনা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ১৯৯১ সালে যে ব্যক্তিকে খুনের দায়ে কামালের সাজা হয়েছিল, তারই পরিবারের লোকজন এলাকায় ঢুকতে পরিকল্পনামাফিক আক্রমণ করেছিলেন। তবে ঘটনার পর থেকে এরা সকলেই পলাতক। লক ডাউনের মধ্যে এই ধরনের ঘটনায় কার্যত চিন্তা বাড়িয়েছে পুলিশের। পাশাপাশি প্রশ্ন উঠছে, করোনার আবহে সাজাপ্রাপ্ত বা বিচারাধীন বন্দিদের মুক্তি দেওয়া হলেও সংশোধানাগারের বাইরে তারা কি নিরাপদ!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here