নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, স্বজনপোষণ ও ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন দক্ষিণপন্থী এক নিউজ পোর্টাল ‘অপ ইন্ডিয়া’-র হিন্দি বিভাগের প্রাক্তন সম্পাদক অজিত ভারতী। বিচারপতিদের বিরুদ্ধে এই অভিযোগের একটি ভিডিও তিনি প্রকাশ করেন নিজের ইউটিউব চ্যানেলে। এই সাংবাদিকের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা করার সম্মতি দিলেন অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল।
গত ১ জুলাই ভিডিওটির বিষয়বস্তু উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলকে একটি চিঠি লেখেন আইনজীবী কৃতিকা সিং। চিঠিতে তিনি উল্লেখ করেন যে, ভিডিওটি অবমাননাকর। আইনজীবী কৃতিকা সিংয়ের সেই চিঠির উত্তরে সাংবাদিক অজিত ভারতীর বিরুদ্ধে অবমাননার মামলার পক্ষে সম্মতি দেন অ্যাটর্নি জেনারেল।
আরও পড়ুনঃ কৃষক আন্দোলনে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? ৪ রাজ্যকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের
উল্লেখ্য, আদালত অবমাননার মামলা দায়ের করতে গেলে প্রয়োজন হয় অ্যাটর্নি জেনারেলের সম্মতি। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, যে ভিডিও নিয়ে প্রশ্ন উঠেছে তার জনসাধারণের কাছে বিচারবিভাগের গুরুত্ব হ্রাস করবে, ন্যায়বিচারে বাধা আসবে।
আরও পড়ুনঃ জোম্যাটো থেকে ইস্তফা অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গৌরব গুপ্তার
ইউটিউব ভিডিয়োটির নির্মাতা ও প্রকাশক সাংবাদিক অজিত ভারতীর বিরুদ্ধে অবমাননার মামলা শুরুর ব্যাপারে সম্মতি জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন যে, “ভিডিয়োর বিষয়বস্তুর উপর ভিত্তি করে অজিত ভারতীর বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করার জন্য আমার সম্মতি দিতে আমার কোন দ্বিধা নেই।“ ভিডিও-র বিষয়বস্তুতে যে ধরণের শব্দ ব্যবহার করেছেন সাংবাদিক অজিত ভারতী, তারও নিন্দা করেন অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584