অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজের ফলাফল ১-১ অন্যদিকে সিডনিতে অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নারের ফেরার সম্ভবনা প্রবল। তাই অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন সিরিজের বাকি দুটো টেস্টে আসল লড়াই হবে।
২০০৫ সালের অ্যাসেজ সিরিজের সঙ্গে চলতি সিরিজের তুলনা করেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘‘২০০৫ সালের সেই ঐতিহাসিক অ্যাসেজ সিরিজের সঙ্গে এই সিরিজের তুলনা হতেই পারে। সেবারের মত এবারও সিরিজ ১-১ অবস্থায় দুটো দল তৃতীয় টেস্ট খেলতে নামবে। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর হবে। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে দুটো দল অনেকটা সময় পেয়েছে। আমরা তো মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না । দুই দলই সেরা টা দেওয়ার চেষ্টা করবে।”
আরও পড়ুনঃ ব্রিসবেনে খেলবে কি না ভারত তা কয়েক দিনের মধ্যেই জানাবে বিসিসিআই
ওয়ার্নারের দলে ফেরা ও স্মিথের অফ ফর্ম নিয়ে তিনি জানান, ” ও খেলার মরিয়া তবে আগের দিন মাঠে ওকে দেখে সিদ্ধান্ত নেব। আর স্মিথ চ্যাম্পিয়ন ক্রিকেটার অফ ফর্ম থাকতেই পারে তবে খুব তাড়াতাড়ি ও ফর্ম ফিরে পাবে সেই বিষয়ে আমি আশাবাদী।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584