অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সিডনি টেস্টের প্রথম দিনে ভালো শুরু করল অস্ট্রেলিয়া। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৬ রান তুলল অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে সকালের সেশনে মাত্র ৭.১ ওভার খেলা গড়ায়। ঝিরঝিরে বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল।
দলগত ৬ রানের মাথায় ওয়ার্নারকে আউট করে অজিদের জোর ধাক্কা দিয়ে ভারতের হয়ে শুরুটা ভালো করেন সিরাজ। মেলবোর্নে পাঁচ উইকেট পাওয়ার পর এদিন ওয়ার্নারকে আউট করে খেলা শুরু করেন।
এরপরই লাবুসানের সঙ্গে শতরান পার্টনারশিপে অজিদের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পুকোভস্কি। অভিষেক টেস্টেই ২২ বছর বয়সী পুকোভস্কির হাফ সেঞ্চুরি। ১১০ বলে পুকোভস্কি ৬২ রান হাঁকিয়ে আউট হন। পুকোভস্কির পাশাপাশি লাবুসানেও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।
আরও পড়ুনঃ ব্রাইটের দর্শনীয় গোল প্রাপ্তি, তবু গোয়া ম্যাচ ড্র লাল হলুদের
দিনের শেষে ৬৭ রানে অপরাজিত থেকে লাবুসানে দলকে ১৬৬ রানে পৌঁছে দেন। লাবুসানের সঙ্গে স্মিথ ৩১ রানে অপরাজিত রয়েছেন। দুজনের ব্যাটে অপরাজিত ৬০ রানে পার্টনারশিপ তৈরি হয়েছে। সিডনিতে প্রথম দিন ভারতের হয়ে সিরাজ ও সাইনি একটি করে উইকেট পয়েছেন। পুকোভস্কিকে আউট করেন সাইনি। টেস্ট অভিষেকের প্রথম দিনেই উইকেট পেলেন সাইনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584