অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
গোলাপি বলের টেস্টের ব্যর্থতা ভুলিয়ে বক্সিং-ডে টেস্টের প্রথমদিন ভারতীয় বোলারদের দাপটে এগিয়ে টিম রাহানে। প্রথম ইনিংসে ১৯৫ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করলেন মার্নাস ট্র্যাভিস, হেড করেন ৩৮ রান ম্যাথিউ ওয়েড করেন ৩৯ বলে ৩০ রান ন্যাথান লিওর সংগ্রহ ১৭ বলে ২০ রান স্টিভ স্মিথ করলেন ০।
এদিন শুরুতেই শূন্য রানে আউট হন জো বার্নস। দলের স্কোর যখন ৩৫। ৩০ করে প্যাভিলিয়নে ফেরেন ওয়েড। প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়ে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন স্মিথ। ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেন মিলে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গেলেও ১২৪ রানের মাথায় আউট হন হেড। এরপর লাবুশেনকে আউট করে অভিষেক টেস্টের প্রথম উইকেট সংগ্রহ করেন তিনি। প্রথম টেস্টে অর্ধশতরান করা অজি অধিনায়ক টিম পেইন এদিন ১৩ করে আউট হলেন। শেষপর্যন্ত ১৯৫ তেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
আরও পড়ুনঃ মুস্তাক আলি প্রস্তুতির জন্য জিমে বাংলা দল
ভারতীয় বোলারদের মধ্যে ৪টি উইকেট নেন জশপ্রীত বুমরাহ। রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহ ৩টি উইকেট। মহম্মদ সিরাজ ২টি এবং রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়ার আগুনে বোলিংয়ের সামনে হোঁচট খায় ভারতীয় ওপেনাররা।
আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা অবস্থায় ১০ কিমি দৌড়ে বিরল দৃষ্টান্ত স্থাপন অঙ্কিতার
মায়াঙ্ক আগারওয়ালকে কোনো খাতা না খুলেই আউট করেন স্ট্রাক এরপর একটু সমস্যা হলেও পূজারা ও গিল পিচে জমে গিয়ে ভারতকে সুবিধা করে দেন দিনের শেষে ভারতের রান এক উইকেট হারিয়ে ৩৬। দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584