অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
১৯৯২ সালের বিশ্বকাপের রেট্রো জার্সি গায়ে দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল প্রথম একদিনের ম্যাচে নেমেছিল ভারত। আর দেখা গেল সেই বিশ্বকাপের হতাশার ফ্ল্যাশব্যাক ভারতের পারফরম্যান্সও যেন সেই আদিম যুগে পরে থাকল। জঘন্য বোলিং, কুৎসিত ফিল্ডিংয়ে বোঝাই যায়নি যে ফিটনেস নির্ভর কোহলির টিম ইন্ডিয়া খেলছে। দিনের শেষে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৩৭৪ রানের পাহাড় বানিয়ে ফেলল।
অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা বুমরাহদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে গেল অধিনায়ক আরন ফিঞ্চ ওপেনিং করতে নেমে (১২৪ বলে ১১৪) এবং স্মিথ (৬৬ বলে ১০৫) জোড়া শতরান করে ভারতের মেরুদন্ড ভেঙে দিলেন হল চার ও ছয়ের বন্যা। ওয়ার্নার নিজেও ওপেনিংয়ে নেমে ৭৬ বলে ৬৯ করে আউট হন। আইপিএলে চূড়ান্ত ফ্লপ গ্লেন ম্যাক্সওয়েল ১৯ বলে বিধ্বংসী ৪৫ করেন।
তবে এত খারাপ হত না ভারতের পারফরমেন্স একের পর এক ক্যাচ মিস, বাউন্ডারি সেভ করতে পারার ব্যর্থতা, চূড়ান্ত লজ্জার মুখে পড়ল ভারতের ফিল্ডিং। আইপিএলে খেলেও লক ডাউনের পড়ে ক্রিকেটারদের ক্লান্তি নিয়ে প্রশ্ন উঠছে বড় রান তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ান পাওয়ার প্লে-তে ফিঞ্চের ক্যাচ মিস করে বসেন। সেখান থেকে ফিঞ্চ সেঞ্চুরি করে যান। এরপর যুজবেন্দ্র চাহাল, মায়াঙ্ক আগারওয়াল, শিখর ধাওয়ান ফের একবার ক্যাচ মিস করেন। ক্যাপ্টেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াও মিস করেন ক্যাচ।
আরও পড়ুনঃ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ সিডনি ক্রিকেট মাঠে
বিশাল এই রান তাড়া করতে নেমে শুরুতেই ভারত লেজে গোবরে হয়ে যায়। স্কোরবোর্ডে ৮০ রান ওঠার আগেই ভারতের টপ অর্ডারের তিন তারকা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ব্যর্থ মায়াঙ্ক, বিরাট, আইয়ার, রাহুল তবে অস্ট্রেলিয়ার বোলিংকে ভয় পাননি শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া ১০০ রানের মধ্যে চার উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচে ফেরার সম্ভাবনা সবসময়ই ক্ষীণ ছিল।
আরও পড়ুনঃ দশ নম্বর জার্সিতে মারাদোনাকে শ্রদ্ধা নাপোলির
৭৪ রান করে আউট হন ধাওয়ান এছাড়া পান্ডিয়া করেন ৯০ সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে নিজের সেঞ্চুরি থেকে দলকে জেতাতে না পেরে হতাশ হার্দিক এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে ভালো করলেন হেজেলউড ৩ উইকেট ও জাম্পা ৪ উইকেট নিয়ে।
হেজেলউড যেমন শুরুতে তিনটি নেন, তেমনই বিপজ্জনক হয়ে ওঠা হার্দিক ও ধাওয়ানকে ফিরিয়ে কফিনে শেষ পেরেক পোঁতেন জাম্পা। ৫০ ওভারে ৩০৮-৮ সব মিলিয়ে ৬৬ রানে হার অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হল না এখন সচেতন না হলে বিপদ মনে করছে ক্রিকেট মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584