শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রবিবার রাতে দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমে উদযাপন শুরু হয়েছিল। সেই উদযাপনে খেলোয়াড়রা এতটাই মগ্ন ছিল যে, তারা তাদের জুতোয় মদ ভরে তারপর সেটি পান করতে শুরু করেন।
অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমের উদযাপনের একটি ভিডিও আইসিসি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ওই ভিডিওতে দেখা যায়, ম্যাথু ওয়েড তার জুতো খুলে তাতে মদ ঢেলে তা গিলে ফেলেন। এরপর মার্কাস স্টয়নিস তার কাছ থেকে জুতোটি নিয়ে তাতে মদ ঢেলে তিনিও পান করতে থাকেন।
How's your Monday going? 😅#T20WorldCup pic.twitter.com/Fdaf0rxUiV
— ICC (@ICC) November 15, 2021
আরও পড়ুনঃ আবারও ফাইনালে ব্যর্থ নিউজিল্যান্ড! নতুন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
ফাইনালে ব্যাটিং করার সুযোগ পাননি ওয়েড ও স্টয়নিস। তবে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে জয়ের নায়ক ছিলেন এই দুজনই। ৮১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলেছিলেন ওয়েড ও স্টয়নিস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584