বিরাট লড়াইতেও শেষ টি-টোয়েন্টিতে হার ভারতের

0
67

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি সিরিজ জিতলেও হোয়াইট ওয়াশ করতে পারল না টিম ইন্ডিয়া। চেজ মাস্টার কোহলি ব্যর্থ ভারতকে জেতাতে। প্রথম দুটো টি২০ জেতার পর তৃতীয় টি২০-তে অজিদের কাছে ভারত হারল ১২ রানে। প্রথমে ব্যাট করে অজিদের ১৮৬ রানেরের জবাবে ভারত তোলে ১৭৪ সাত উইকেট হারিয়ে।

Virat Kohli | newsfront.co

৬১ বলে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতাতে ব্যর্থ অধিনায়ক বিরাট। হার্দিক আগের দিন ফিনিশারের ভূমিকা পালন করে ছক্কা মেরে জিতিয়েছিলেন দলকে কিন্তু এদিন চাপের মুখে আর পারলেন না আরও পরিণত হতে হবে। ১৩ বলে ২০ রান করেন হার্দিক।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথম দিকে অনিশ্চিত জাদেজা

হার্দিক, কোহলি বাদ দিলে পুরো ভারতীয় ব্যাটিং সেভাবে সফল নয়। কেএল রাহুল (০), শিখর ধাওয়ান (২৮), সঞ্জু স্যামসন (১০), শ্রেয়স আইয়ার (০)রান করেন। ভারত টি২০ সিরিজ জিতল ২-১ ব্যবধানে। এদিন টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল টিম ইন্ডিয়া। আগের দিনের মতোই।

আরও পড়ুনঃ আইসিসি ব্যাটিং রাঙ্কিং-এ উত্থান উইলিয়ামসনের, তিনে বিরাট

অস্ট্রেলিয়াকে এদিন টানেন ওপেন করতে নামা উইকেটকিপার ম্যাথু ওয়েড এবং গ্লেন ম্যাক্সওয়েল। ওয়েড ৫৩ বলে ৮০ করেন । ৭টা বাউন্ডারির পাশাপাশি তিনটে বিশাল ছক্কা হাঁকান তিনি। ম্যাক্সওয়েল ৩৬ বলে ৫৪ করেন। স্মিথ করেন ২৮। এবার অপেক্ষা টেস্ট সিরিজের ১৭ ডিসেম্বর থেকে শুরু আডিলেডে প্রথম টেস্ট যা হবে দিন রাতের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here