করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগেছেন এমন ১০ হাজারের বেশি মানুষকে ক্ষতিপূরণ দেবে অস্ট্রেলিয়া সরকার

0
47

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব জুড়ে সওয়াল করা হচ্ছে টিকার পক্ষে। দ্রুত টিকা করণ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে প্রায় সব দেশই। এই পরিস্থিতিতে সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে এসেছে অস্ট্রেলিয়ায়। এবার অস্ট্রেলিয়ায় কয়েক হাজার মানুষ দাবি করেছেন যে, তাঁরা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া’য় ভুগছেন।

Covid vaccine
ছবিঃ ব্লুমবারগ

পরিস্থিতি এতটাই ঘোরতর যে, অস্ট্রেলিয়া প্রশাসন সম্মত হয়েছে টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় ভূক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’ সূত্রে জানা গিয়েছে, ১০ হাজারেরও বেশি অস্ট্রেলীয় নাগরিক ক্ষতিপূরণের আবেদন করছেন। অস্ট্রেলিয়া সরকার প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ ন্যূনতম ৫ হাজার অস্ট্রেলীয় ডলার। টিকার ক্ষতিপূরণ বাবদ সব মিলিয়ে অন্তত ৫০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার খরচ হবে সরকারের এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ।

ফাইজার টিকা নেওয়ার পরে অস্ট্রেলিয়ার ‘থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে’র কাছে ২৮৮টি অভিযোগ জমা পড়ে যেগুলিতে হৃদপিণ্ডে প্রদাহজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা সামনে এসেছে প্রায় ১৬০টি। মূলত ৬৫ বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া বেশিরকম বলে জানা গিয়েছে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত ৭৯ হাজারের বেশি অভিযোগ এসেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের এবিভিপি-র হামলা, আহত ৪ বাম ছাত্র

পার্শ্ব প্রতিক্রিয়া জনিত ক্ষতিপূরণের জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করবে অস্ট্রেলিয়া সরকার। সেই গাইডলাইন মেনে নির্দিষ্ট প্রমাণ দাখিল করলে প্রশাসন ক্ষতিপূরণ দেবে। তবে পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে অন্তত এক রাত হাসপাতালে কাটালে তবেই মিলেছে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ। অনেকেরই অভিযোগ, তাঁরা ভুগতে শুরু করার কারণে চাকরিও খুইয়েছেন। সকলেই ক্ষতিপূরণ দাবি করতে চলেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here