অল আউট অস্ট্রেলিয়া , প্রাথমিক ধাক্কা ভারতকেও

0
108

স্পোর্টস ডেস্কঃ

দুর্দান্ত কামব্যাক করল ভারতীয় বোলাররা। ফলস্বরূপ অস্ট্রেলিয়া ৩২৬-এ অল আউট হয়ে গেল।

ছবি সৌজন্যে-cricketNDTV

গতকালের ৬ উইকেটে ২৭৭রানের স্কোর থেকে খেলতে শুরু করে অস্ট্রেলিয়া।তবে খুব বেশী দুর এগোতে পারেনি তারা। সকালে ইশান্ত, উমেশ ও বুমরাহ বাকি চারটি উইকেট তুলে নেন। পেইন করেন ৩৮। ভারতের হয়ে ইশান্ত শর্মা ৪টি এবং উমেশ যাদব, বুবরাহ ও বিহারী ২টি করে উইকেট নেন।

তবে জবাবে ব্যাট করতে স্বস্তিতে নেই ভারতও ।  মুরলী বিজয়য়ের (০) উইকেট হারিয়ে লাঞ্চে ভারতের স্কোর ১ উইকেটে ৬।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here