সৌরভের আপত্তি মানতে নারাজ অস্ট্রেলিয়া

0
44

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফর দিয়ে করোনা পরবর্তী ক্রিকেট শুরু করবে টিম ইন্ডিয়া। কিন্তু তার আগে ১৪ দিনই টানা কোয়ারেন্টাইনে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই প্রস্তাব মানতে রাজি ছিলেন না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানাল তারা সৌরভের দাবি মানবে না অর্থাৎ ১৪ দিনই টানা কোয়ারেন্টাইনে থাকতে হবে টিম ইন্ডিয়াকে।

Saurav Ganguly | newsfront.co
কোলাজ চিত্র

অস্ট্রেলিয়া ক্রিকেট চেয়ারম্যান নিক হোঁকলি বলেন, ‘দু’সপ্তাহের কোয়ারেন্টাইন খুবই দরকার। আমরা চেষ্টা করছি, অত্যাধুনিক পরিকাঠামোর ব্যবস্থা করার যাতে ওই সময়ও প্র্যাকটিসের মধ্যে থাকতে পারেন ক্রিকেটাররা। এতে ম্যাচে নামতে সমস্যা না হয়। অবশ্যই চিকিৎসক ও বিশেষজ্ঞর পরামর্শ মেনেই সমস্ত বন্দোবস্ত করা হবে।

আরও পড়ুনঃ সাবা করিমের পর এবার আইসিএ চেয়ারম্যান অশোক কাটায় বিদ্ধ সৌরভরা

যদিও ক্রিকেটারদের একই হোটেলে রাখা হবে, নাকি ভেন্যুর কাছাকাছি একাধিক হোটেলে বিরাটদের থাকার ব্যবস্থা করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে নিকের কথায় স্পষ্ট, সফরকারী দলকে সুরক্ষিত ও ফিট রাখার সবরকম পরিকল্পনাই শুরু হয়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here