মেলবোর্নে জয়ের হাতছানি ভারতের

0
73

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অজিঙ্কে রাহানের শতরান, রবীন্দ্র জাদেজার অর্ধশতরান এবং বোলারদের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নের দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যে ৬ উইকেট হারিয়েছে অজিরা। লিড মাত্র ২ রানের।

India Cricket Team | newsfront.co

এদিন ১০৪ রানে ব্যাট করতে নেমে রাহানে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ২২৩ বলে ১১২ রান করে। রবীন্দ্র জাদেজা করেন ৫৭ রান। ৪২ বলে ১৪ করেন রবিচন্দ্রন অশ্বিন। অজি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান মিচেল স্টার্ক ও ন্যাথান লিও। ২টি উইকেট পান প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের সংগ্রহ ১টি উইকেট। প্রথম ইনিংসে ১৩১ রানের বড় লিড পায় ভারত।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই নড়বড়ে দেখায় অজি ব্যাটিং লাইন আপ কে। জো বার্নস ১০ বলে ৪ করে আউট হন। মার্নাস লাবুশেন চেষ্টা করেও ৪৯ বলে ২৮ রানের বেশি করতে পারেনি। টেস্ট সিরিজে স্টিভ স্মিথের ব্যাটিং ব্যর্থতা চলছেই।

আরও পড়ুনঃ দশকের সেরা দলের তিন ফরম্যাটেই আছেন বিরাট

এদিন ৩০ বলে মাত্র ৮ রান করে জশপ্রীত বুমরাহ’র বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ট্র্যাভিস হেড ১৭ এবং অধিনায়ক টিম পেইন মাত্র ১ রানে আউট হন। অস্ট্রেলিয়ার স্কোর যখন ৯৯/৬ তখন ভারতের কাছে আজই খেলা শেষ করার সুযোগ ছিল।

আরও পড়ুনঃ চোট সারিয়ে বাংলা অনুশীলনে ঈশান

কিন্তু ষষ্ঠ উইকেটে ক্যামেরন গ্রিন ও প্যাট কামিন্সের ১১২ বলে ৩৪ রানের অপরাজিত পার্টনারশিপে ভারত সেই আশা থেকে একটু দূরে চলে গেছে। ক্যামেরন গ্রিন ৬৫ বলে ১৭ রানে ব্যাট করছেন। আর ৫৩ বলে ১৫ রানে ব্যাট করছেন প্যাট কামিন্স।

ভারতীয় বোলারদের মধ্যে ২টি উইকেট পান রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট পান জশপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিন। এখন দেখার চতুর্থ দিনে ভারত কত তাড়াতাড়ি ম্যাচ পকেটে নেয়!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here