ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ড! দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া মোটামুটি ভাবে সুবিধাজনক স্থানেই

0
57

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

বক্সিং ডে টেস্টের প্রথম দিনের দুই সেশনেই অল-আউট হয়েছে সফরকারী ইংল্যান্ড! বল হাতে আগুন ঝরিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স-মিচেল স্টার্ক। আর নাথান লায়নের ঘূর্ণির মায়াজালে ধরা পড়েছেন ইংলিশ ব্যাটাররা। ৬৫.১ ওভারে মাত্র ১৮৫ রানে অল-আউট হয়ে গেছে জো রুটের দল। একমাত্র ফিফটি এসেছে অধিনায়ক জো রুটের ব্যাট থেকে। ইতোমধ্যেই দ্বিতীয় দিনে প্রথম ইনিংস খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ২৩৬ রান। অস্ট্রেলিয়াও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। একমাত্র মারকাস হ্যারিস ছাড়া সেভাবে কেউ দাঁড়াতে পারেনি।

England vs Australia

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই ইংল্যান্ডের উইকেট পতন শুরু হয়। আবারও ব্যর্থ হয়েছেন ওপেনার হাসিব হামিদ। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ‘ডাক’ মেরে। আরেক ব্যর্থ ওপেনার ররি বার্নসের জায়গায় সুযোগ পাওয়া জ্যাক ক্রাউলিও নিজেকে প্রমাণ করতে পারেননি। দলীয় ১৩ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে ২৫ বলে ১২ করে প্যাট কামিন্সের দ্বিতীয় শিকার হয়েছেন। ইংলিশদের দুর্গে তৃতীয় আঘাতটাও হেনেছেন কামিন্স। তার বলে ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হয়েছেন ডেভিড মালান (১৪)। ৬১ রানে ৩ উইকেটের পতন।

উইকেট পতনের এই ধারাবাহিকতা আর আটকাতে পারেনি ইংল্যান্ড। একপ্রান্ত আগলে বেশ কিছু সময় লড়াই করেছেন জো রুট। তার ৮২ বলে ৪ বাউন্ডারিতে ৫০ রানের ইনিংসটি থেমে মিচেল স্টার্কের বলে কিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসবন্দি হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেছেন জনি বেয়ারস্টো। প্রথম ইনিংসে ইংল্যান্ডের কোনো ব্যাটার ১০০ বলও খেলতে পারেননি! রুটই সর্বোচ্চ ৮২ বল খেলেছেন। ১৫ ওভারে ২ মেডেনসহ ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। স্টার্ক নিয়েছেন ৫৪ রানে ২টি। স্পিন বিভাগে নাথান লায়ন ১৪.১ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

আরও পড়ুনঃ সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম অফস্পিনার হরভজন সিং

এই টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ররি বার্নস, অলি পোপ, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। তাদের জায়গায় দলে ফিরেছেন জ্যাক লিচ, মার্ক উড, জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বসা ইংল্যান্ডের জন্য এই বক্সিং ডে টেস্ট হলো ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here