অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বল টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট ম্যাচ দিন-রাতের। তবে পিঙ্ক বল টেস্ট নিয়ে আচমকা অনিশ্চয়তা। কারণ, অ্যাডিলেডে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। যার জেরে ছড়িয়েছে আতঙ্ক।
সতর্কতার জন্য অধিনায়ক টিম পেইন -সহ অস্ট্রেলিয়ার টেস্ট দলের অনেককে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। পেইন ইতিমধ্যেই নিজেকে আইসোলেশনে রেখেছেন। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্ট না হওয়া নিয়ে যদিও এখনও কোনো খবর আসেনি। তবে অ্যাডিলেডে নতুন করে করোনা সংক্রমণের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ বিরাটকে মিস করবেন জানালেন লিঁও
যদিও এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, “ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ আয়োজনে কোনও সমস্যা হবে না। পরিস্থিতির উপর নজর রয়েছে। আমরা মনে করি নির্ধারিত সূচি মেনেই হবে টেস্ট হবে।“অ্যাডিলেডে নতুন করে সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া-সহ একাধিক রাজ্যের সীমানা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ডার্বিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মাঘোমা
সেই সঙ্গে অ্যাডিলেড থেকে আসা প্রত্যেককেই ১৪ দিনের জন্য কোয়রান্টিনে থাকার অনুরোধ জানানো হয়েছে। টিম পেইন , ম্যাথু ওয়েড-সহ বাকিরা শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের ম্যাচ খেলে ফিরেছেন। ফলে তাঁদেরও সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তা হলে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট হওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্ট হওয়া নিয়ে কোনও সমস্যা হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584