সুপার-হিউম্যান! জলের ৭০ মিটার গভীরেও শ্বাস ধরে রাখতে পারেন অস্ট্রেলিয়ার অ্যাম্বার ব্রুক

0
52

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

একটা সময় পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল, জলের নীচে ৩০ মিটার গভীরতা অবধি কোন মানুষ এক নিঃশ্বাসে পৌঁছতে পারে। কিন্তু সে ধারণা সম্পূর্ণ ভেঙ্গে দেন অস্ট্রেলিয়ার অ্যাম্বার ব্রুক। দেখা যায় জলের নীচে ৭০ মিটার গভীরে তিনি এক নিঃশ্বাসে পৌঁছে গিয়েছেন, অক্সিজেনের ঘাটতি হয়নি তাতেও।

Australian Amber Bourke
কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবস্থা ছাড়া জলের ৭০ মিটারের বেশী গভীরে অ্যাম্বার ব্রুক , ছবিঃ দ্য গার্ডিয়ান

দশ বছর আগে অ্যাম্বার ব্রুক নিজেই তাঁর এই অস্বাভাবিক ক্ষমতার কথা জানতে পারেন। ব্রুকের যখন ২০ বছর বয়স তখন তিনি ঘুরতে যান ইজিপ্টে। সেখানেই সিনাই পেনিন্সুলা-র ছোট একটি গ্রামে দেখেন ফ্রি ডাইভিং শেখানো হচ্ছে, কোন রকম শ্বাসপ্রশ্বাস নেওয়ার উপকরণ ছাড়াই। কিছুটা অদ্ভুত লাগায় নিজেও সেখানে ডাইভিং শিখতে হাজির হয়ে যান। তিনি নিজেই জানিয়েছেন, “ ৪ মিনিট শ্বাস ধরে রেখে ১৮ মিটার গভীরতায় পৌঁছে যান তিনি।“ উল্লেখ্য, অ্যাম্বার ব্রুক বর্তমানে অস্ট্রেলিয়ান পুল ও ডেপথ ফ্রি ডাইভিং মহিলা বিভাগের চ্যাম্পিয়ন।

৭৩ মিটার গভীরে পৌঁছে গিয়ে বিশ্ব রেকর্ড করেন অ্যাম্বার ব্রুক। তবে জলের তলায় মাটি ছুঁয়ে কয়েক মুহূর্তের জন্য সংজ্ঞা হারান তিনি, ফলত ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় ব্রুককে। ব্রুক বলেন, “ দীর্ঘ সময় জলের নীচে থাকলে অনেক সময় অক্সিজেনের মাত্রা কমে যায় শরীরে যার অভিঘাতে ক্ষতি হতে পারে মস্তিষ্কের। তাই মস্তিষ্ক নিজে থেকেই সে পরিস্থিতিতে কিছু সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ দেয়। ঠিক এটাই হয় আমার ক্ষেত্রেও।“

আরও পড়ুনঃ জেফ বেজোসের প্রমোদতরণী যাবে সমুদ্রে, ভাঙ্গা হবে নেদারল্যান্ডসের জাতীয় স্মারক ‘ডি হেফ’ সেতু

এই বিষয় নিয়ে গবেষণা চালান কানাডার উইন্ডসর বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার ফিজিওলজিস্ট ড. অ্যান্থনি বেন। শ্বাস প্রশ্বাস ধরে রাখার এই বিষয়টি তাঁর কাছেও অদ্ভুত লাগে। অবশেষে তিনি জানান, পেশাদার ফ্রি ডাইভারদের কিছু জনের ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁদের ফুসফুসের অক্সিজেন ধারণ ক্ষমতা সাধারণের থেকে বেশী হয়।

আরও পড়ুনঃ চীনের সঙ্গে CPEC চুক্তি স্বাক্ষর পাকিস্তানের, ভারতের উদ্বেগ কি বাড়লো তাতে!

অ্যাম্বার বলেন, “প্রথমবার যখন আমি এই ধরণের ডাইভিং শুরু করি, নিজেই ভাবিনি যে এটা আদৌ কোন মানুষের পক্ষে সম্ভব।“ ক্লিন্টন লরেন্স, যিনি নিজে একজন ফ্রি ডাইভিং ইন্সট্রাক্টর তথা ক্লিনিকাল সাইকোলজিস্ট, তাঁর মতে মানসিক জোর এক্ষেত্রে বড় কথা যা ট্রেনিং-এও শেখানো হয়।“ “আমাকে শ্বাস নিতেই হবে”, এই ইচ্ছাশক্তিই অনেকটা এগিয়ে দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here